রাবিতে বেগম রোকেয়া দিবস পালন

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২; সময়: ৬:৪৮ অপরাহ্ণ |
রাবিতে বেগম রোকেয়া দিবস পালন

জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি : দিনব্যাপী নানা কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রোকেয়া হলে অবস্থিত বেগম রোকেয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে হল প্রশাসন।

এছাড়া হল প্রশাসনের আয়োজনে এদিন বিকেল ৫টার দিকে একটি স্মরণসভা করা হয়। এতে উপস্থিত ছিলেন উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

সকালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জয়ন্তী রানী বসাক বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রতিবছর আমরা এই দিনটিকে রোকেয়া দিবস হিসেবে পালন করি।

তারই অংশ হিসেবে আমরা হল প্রশাসন থেকে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলাম।

বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী মাসতুরা বিনতে মাহমুদ মোহনা বলেন, নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান অনেক। বর্তমানে নারীরা পড়ালেখা করছে, চাকরি করছে। অন্যদিকে এখনও নারীরা চার দেয়ালে বন্দি। কারণ তারা পুরুষের উপর নির্ভর করে বেঁচে থাকতে চায়।

নারীদের বুঝতে হবে যে তাদের কাজ শুধু সংসার করা না। তারা যদি শিক্ষিত না হয় তাহলে কোন কাজই ঠিক মতো করতে পারবে না। এক্ষেত্রে পরিবারের উচিত ছেলে মেয়েকে সমান ভাবা।

প্রসঙ্গত, রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও পরিবারের অগোচরে বড় ভাইয়ের কাছে উর্দু, বাংলা, আরবি ও ফারসি পড়া ও লেখা শেখেন।

পরবর্তীতে বিহারের ভাগলপুরে সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে বিয়ে হয়। স্বামীর উৎসাহে ও নিজের আগ্রহে তিনি লেখাপড়ার প্রসার ঘটান। বেগম রোকেয়া ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায় মারা যান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে