আত্রাইয়ে দুর্নীতি বিরোধী দিবস পালন
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২; সময়: ৫:৩৭ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর আত্রাইয়ে দূর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকালে মানব বন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাস আলী প্রামানিক, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক মুনসুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।