নন্দীগ্রামে বেগম রোকেয়া দিবস পালিত

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২; সময়: ৫:১৯ অপরাহ্ণ |
নন্দীগ্রামে বেগম রোকেয়া দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাতের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, জাতীয় মহিলা সংস্থা উপজেলা শাখার চেয়ারম্যান মাহফুজা বেগম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, তথ্যসেবা কর্মকর্তা তাবাসসুম উলফাত ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।

এ বছর ৫ ক্যাটাগরীর জয়িতা হলেন- সফল জননী নারী নারগীস আকতার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নাসরীন সুলতানা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী রোমেলী পারভীন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী কাজলী খাতুন ও সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন যে নারী শ্যামলী আকতার।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে