তাহেরপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ আলো খন্দকারের মৃত্যু বার্ষিকী পালিত

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২; সময়: ১০:৪৩ অপরাহ্ণ |
তাহেরপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ আলো খন্দকারের মৃত্যু বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, তাহেরপুর : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ আলো খন্দকানের ১৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মরহুমের প্রতিকৃতিতে শ্রদ্ধা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

বৃহস্পতিবার সকালে তাহেরপুর পৌরসভা চত্বরে শহীদ আলো খন্দকার এর প্রতিকৃতিতে পরিবার ও পৌরসভার কর্মচারি ও কর্মকর্তাদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মৃত্যু বার্ষিকী উপলক্ষে দুপুরে পৌর কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন শহীদ আলো খন্দকারের জামাতা তাহেরপুর পৌরসভার তিনবারের মেয়র ও তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনছুর, তাহেরপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ সাইদুর রহমান, তাহেরপুর কলেজের সাবেক অধ্যক্ষ মোহাঃ তোফাজ্জল হোসেন, পৌরসভার সচিব মতলেবুর রহমান মতলু, নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের, সহকারী প্রকৌশলী জাহেদুল হক, তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোনাব আলী, রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীর।

এছাড়াও উপস্থিত ছিলেন, তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাফিজুর রহমান শাহ্, তাহেরপুর পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর বাবুল খাঁ, তাহেরপুর পৌর কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার প্রামাণিক, তাহেরপুর পৌরসভার কাউন্সিলর মমিন, মিন্টু পিয়াদা, সমসের আলী, শিউলি খাতুন, কাউন্সিলর এরশাদ আলী, রইচ উদ্দিন প্রমূখ।

২০০৩ সালের ৮ ডিসেম্বরে বীর মুক্তিযোদ্ধা আলো খন্দকারকে তাহেরপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে তার নিজ বাড়ি বিশুপাড়ায় যাওয়ার পথে শুকুর মন্ডলের ছমিলের কাছে তার গতি রোধ করে গলা গেকে হত্যা করে চরমপন্থীরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে