সুজানগরের সাড়ে ৫ হাজার কৃষক পেল বিনামূল্যে সার ও বীজ

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২; সময়: ৮:৪৩ অপরাহ্ণ |
সুজানগরের সাড়ে ৫ হাজার কৃষক পেল বিনামূল্যে সার ও বীজ

এম এ আলিম রিপন, সুজানগর : সুজানগর উপজেলার সাড়ে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহে আলমের সঞ্চালনায় এ সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, এসএপিপিও আলমগীর হোসেন ও উপ সহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরের রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড (এসএল-৮ এইচ) জাতের বীজ ব্যবহারের জন্য কৃষকের মাঝে মিনামূল্যে বীজ সহায়তা,উচ্চ ফলনশীল (উফসী) জাতের বীজ ও সার সহায়তা এবং ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদ এর নিমিত্ত প্রণোদনা কর্মসূচির আওতায় সুজানগর পৌরসভা সহ উপজেলার সাড়ে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে এ সার ও বীজ বিতরণ করা হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে