মান্দায় চাঁদার দাবিতে ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারকে মারপিটের অভিযোগ

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২; সময়: ৮:৩৮ অপরাহ্ণ |
মান্দায় চাঁদার দাবিতে ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারকে মারপিটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় চাঁদার দাবিতে বিউটি-সীমা ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার এনামুল হককে (৩৮) মারধরের অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল মোড়ে বিউটি-সীমা ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম সাজু (২৪)। তিনি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ছোটবেলালদহ গ্রামের লুৎফর রহমানের ছেলে। ঘটনায় মান্দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী এনামুল হক জানান, ‘বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে অভিযুক্ত সাজু আমার কর্মরত প্রতিষ্ঠানে এসে অকথ্য ভাষায় গালিগালাজসহ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় ডায়াগনস্টিক সেন্টারের ভেতর থেকে আমাকে টেনে হিঁচড়ে রাস্তায় এনে মারধর করেন। এসময় আমার ডাক-চিৎকারে ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী ও আশপাশের লোকজন এগিয়ে এলে সাজু সেখান থেকে সটকে পড়েন।

বিউটি-সীমা ডায়াগনস্টিক সেন্টারের মালিক অমল কুমার প্রামাণিক বলেন, ‘ঘটনার সময় আমি প্রতিষ্ঠানে ছিলাম না। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ম্যানেজার এনামুল হককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছি। ঘটনায় অভিযুক্ত সাজুর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক এণ্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশন মান্দা শাখার সাধারণ সম্পাদক মনসুর রহমান বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। অবিলম্বে আসামি সাজুকে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে