নিয়ামতপুরে জেলা প্রশাসকের সাথে স্থানীয় জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২; সময়: ৩:৪২ অপরাহ্ণ |
নিয়ামতপুরে জেলা প্রশাসকের সাথে স্থানীয় জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সাথে নিয়ামতপুর উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ।

অবসর প্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) বজলুর রশীদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথি, অফিসার ইন চার্জ সামসুজ্জামান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ্ব আবেদ হোসেন মিলন, হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, , ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, পাড়ইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, উপজেলা নির্বাচন অফিসার জিয়াউল হক খান, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার আশরাফুল ইসলাম, আইসিটি অফিসার রাসেল রানা, বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুভাষ কান্ত সরকার, বরেন্দ্র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আতিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নূরুল আমীন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, জেলা স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) নাজমুল হক প্রমূখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে