বোমা পাওয়ায় কাউকে বিএনপি অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২; সময়: ২:১০ অপরাহ্ণ |
বোমা পাওয়ায় কাউকে বিএনপি অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না

পদ্মাটাইমস ডেস্ক : বিএনপির নয়াপল্টন কার্যালয়ে বোমা পাওয়ায় কোনো নেতাকর্মীকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টন এলাকায় উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিপ্লব কুমার বলেন, গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিপুল বোমা পাওয়া যায়। এজন্য এই মুহূর্তে কাউকে কার্যালয়ের আশপাশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ক্রাইম সিন পুরো এলাকা নিরাপত্তার খাতিরে ঘিরে রেখেছে। কবে-কখন জায়গাটি নিরাপদ ঘোষণা করা হবে, তা এখনই বলা যাচ্ছে না।

পুলিশের বোমা রাখার অভিযোগ অস্বীকার করে বিপ্লব কুমার বলেন, অনেকে অনেক অভিযোগ দিতে পারেন। তবে পুলিশ তাদের দায়িত্ব পালন করছেন মানুষের নিরাপত্তার স্বার্থে। সাধারণ মানুষ যাদের এখানে অফিস রয়েছে, তাদের পরিচয়পত্র নিশ্চিত করেই ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। তবে পল্টন এলাকায় কোনো ব্যাংক-বিমার অফিস বন্ধ নেই বলে জানান বিপ্লব কুমার।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে