হোয়াটসঅ্যাপে নিজের ‘অ্যাভাটার’ বানানো যাবে

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২; সময়: ১২:২২ অপরাহ্ণ |
হোয়াটসঅ্যাপে নিজের ‘অ্যাভাটার’ বানানো যাবে

পদ্মাটাইমস ডেস্ক : নতুন ফিচার আনল জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এখন থেকে প্ল্যাটফর্মটি ব্যবহার করে নিজের অ্যাভাটার বানাতে পারবেন ব্যবহারকারীরা।

মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এক ব্লগ পোস্টে জানানো হয়েছে নিজের অ্যাভাটার তৈরি করে তা প্রোফাইল ছবি হিসাবেও ব্যবহার করা যাবে। এছাড়াও নিজের অ্যাভাটারের ওপরে নির্ভর করে ৩৬টি কাস্টম স্টিকার ব্যবহার কয়রা যাবে। যেকোনও চ্যাটে এই স্টিকার পাঠানো যাবে।

হোয়াটসঅ্যাপ আরও জানিয়েছে খুব তাড়াতাড়ি অবতারে আরও অনেক নতুন ফিচার যুক্ত হবে। হেয়ার স্টাইল টেক্সচার ও অবতারে অন্যান্য কাস্টমাইজেশন ফিচার নিয়ে আসবে সংস্থাটি।

ইতিমধ্যে গ্রাহকের ফোনে এই ফিচার পৌঁছাতে শুরু করেছে। প্রতি দাবি ধাপে ধাপে খুব তাড়াতাড়ি সব গ্রাহকের কাছে পৌঁছে যাবে এই ফিচার। অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকরা এই ফিচার ব্যবহার করে নিজের অবতার তৈরি করতে পারবেন।

বিগত কয়েক মাস ধরেই একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। পুরনো মেসেজ খুঁজে বের করার জন্য সার্চে যুক্ত হয়েছে ক্যালেন্ডার ফিচার। অন্যদিকে নিজেকে নিজে মেসেজ করার ফিচারও নিয়ে এসেছে মার্কিন অ্যাপটি।

এছাড়াও সম্প্রতি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছিল পোল অপশন। এই ফিচার ব্যবহার করে যে কোনও চ্যাটের মধ্যে মতামত নিতে পারবেন। একটি পোলে সর্বোচ্চ ১২টি অপশন সেট করা যাবে। টেস্ট বক্সের পাশে পেপারক্লিপ অপশন সিলেক্ট করে পোলস অপশন সিলেক্ট করতে হবে। তার পরেই চ্যাটের মধ্যে তৈরি করা যাবে পোল। চ্যাটের মধ্যেই ভোটের ফলাফল দেখতে পাবেন গ্রুপের সদস্যরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে