তিন দশক পর কয়লা খনির অনুমোদন দিল যুক্তরাজ্য

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২; সময়: ১০:১৩ পূর্বাহ্ণ |
তিন দশক পর কয়লা খনির অনুমোদন দিল যুক্তরাজ্য

পদ্মাটাইমস ডেস্ক : দীর্ঘ ৩০ বছর পর প্রথম কয়লা খনির অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। কামব্রিয়ার হোয়াইটহেভেনে এই কয়লা খনির অবস্থান। ব্রেক্সিট, করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধের মধ্যে অর্থনৈতিক টানাপড়েনে বিনিয়োগ বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।

তবে কয়লা খনির উদ্বোধন নিয়ে দেশটির পরিবেশবাদিরা ব্যাপক আপত্তি জানিয়েছেন। এ বিষয়ে লেভেলিং-আপ সেক্রেটারি মাইকেল গোভ বলেছেন, আনুমানিক ১৬৫ মিলিয়ন ইউরো (২০১.৪ মিলিয়ন ডলার) বিনিয়োগের পথ প্রশস্ত করতে প্রকল্পের জন্য সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে।

প্রস্তাবিত খনি থেকে সারা বিশ্বে ইস্পাত উৎপাদনের জন্য বার্ষিক ২.৮ মিলিয়ন টন কোকিং কয়লা উৎপাদন করবে যুক্তরাজ্য। এছাড়া এই অঞ্চলে প্রায় ৫০০ নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।অপরদিকে খনিটি বছরে আনুমানিক ৪ লাখ টন গ্রিনহাউস গ্যাস নির্গমনও তৈরি করবে। এটি দুই লাখ গাড়ি রাস্তায় চলার সমান। এর মাধ্যমে যুক্তরাজ্যের গ্রিনহাউস গ্যাস নির্গমন বাড়িয়ে তুলবে।

ইতিমধ্যে ডেভেলপাররা বলেছেন যে, হোয়াইটহেভেন কোলিয়ারি হবে ‘বিশ্বের প্রথম নেট শূন্য কয়লা খনি’। তবে পরিবেশগত গোষ্ঠীগুলো ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রচেষ্টার সঙ্গে বেমানান’ বলে প্রকল্পটির প্রতিক্রিয়া জানিয়েছে।

শনিবার কপ২৬ সভাপতি অলোক শর্মা বলেছিলেন যে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাজ্যের নেতৃস্থানীয় ভূমিকার জন্য একটি নতুন কয়লা খনি খোলা একটি ‘পশ্চাদপদ পদক্ষেপ’। এটি যুক্তরাজ্যের আন্তর্জাতিক খ্যাতিকেও ক্ষতিগ্রস্ত করবে।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে