টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২; সময়: ১১:৫৩ পূর্বাহ্ণ |
খবর > খেলা
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

পদ্মাটাইমস ডেস্ক : প্রায় তিন মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরে দারুণ শুরু করেছে বাংলাদেশ। ৭ বছর পর দেশের মাটিতে খেলতে আসা ভারতকে প্রথম ওয়ানডেতে হারিয়েছে টাইগাররা। সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে এই দুই দল।

মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বেলা বারটায় শুরু হবে বাংলাদেশ-ভারত লড়াই। ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের একাদশে খেলা পেসার হাসান মাহমুদের জায়গায় আজ দলে এসেছেন স্পিনার নাসুম আহমেদ।

অন্যদিকে ভারতীয় একাদশে এসেছে ‍দুইটি পরিবর্তন। অক্ষর প্যাটেল ও উমরান মালিক ডাক পাওয়ায় বাদ পড়েছেন শাহবাজ আহমেদ ও কুলদ্বীপ সেন।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, ইবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে