আর্জেন্টিনার বিপক্ষে ডাচদের চাপ বাড়ানোর কৌশল

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২; সময়: ১১:১২ পূর্বাহ্ণ |
খবর > খেলা
আর্জেন্টিনার বিপক্ষে ডাচদের চাপ বাড়ানোর কৌশল

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে শুক্রবার মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামার আগেই নিজেদের পিছিয়ে রাখল ডাচরা। দলটির ফুটবলাররা জানিয়েছেন, মেসিকে আটকানোর কৌশল নাকি জানা নেই তাদের। কোন উপায়ে আলবেসেলিস্তাদের হারিয়ে যাবেন পরের পর্বে, তাও বুঝতে পারছেন না তারা। তবে কি ম্যাচের আগেই পরাজয়ের স্বাদ পাচ্ছে ডাচরা? নাকি এমন মন্তব্যে আর্জেন্টাইনদের উপর চাপ বাড়াচ্ছে লুইস ফন গালের দল?

শুক্রবার দিবাগত রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের ম্যাচে লড়বে এই দুই দল। এই খেলায় মাঠে নামার আগে ডাচ মিডফিল্ডার ডি ইয়ং বলেন, ‘মেসিকে আমি চিনি। তবে ওকে কীভাবে আটকাব সেটা জানি না। গত ১৫ বছর ও যে দলেই খেলেছে, একাই পার্থক্য গড়ে দিয়েছে। ওকে কখনোই নির্দিষ্ট একটা উপায়ে আটকানো সম্ভব নয়। অনুশীলনেও বাকিদের থেকে আলাদা মেসি। আমাদেরকে গোটা দল হিসাবে ওকে আটকাতে হবে’।

তাছাড়াও মঙ্গলবার এক বিবৃতিতে ডাচ অধিনায়ক ফান ডাইক জানান, ‘মেসির বিপক্ষে খেলা গর্বের ব্যাপার। তবে আমি একা ওর বিপক্ষে নামব না। নেদারল্যান্ডসও শুধু একা ওর বিপক্ষে নামবে না। খেলাটা হবে নেদারল্যান্ডসের সঙ্গে আর্জেন্টিনার। একা হাতে কেউ কিছু করতে পারবে না। আমাদের পরিকল্পনা সাজাতে হবে’।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছিল নেদারল্যান্ডস। সেই ম্যাচের প্রতিশোধ নিতে মুখিয়ে আছে ডাচরা, এমনটাই মনে করছেন অনেকে। ফান ডাইক বলেছেন, ‘মেসির ক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপার হল, আমরা আক্রমণ করার সময় ও চুপচাপ একটা কোণায় গিয়ে দাঁড়িয়ে থাকে। সে হঠাৎ করেই আক্রমণ করে। তাই মেসির দিকে আমাদের নজর রাখতে হবে’।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে