লেডি গাগার কুকুর চুরি, অভিযুক্তকে ২১ বছর কারাদণ্ড

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২; সময়: ৯:৪৭ পূর্বাহ্ণ |
খবর > বিনোদন
লেডি গাগার কুকুর চুরি, অভিযুক্তকে ২১ বছর কারাদণ্ড

পদ্মাটাইমস ডেস্ক : বিখ্যাত পপ তারকা লেডি গাগার কুকর চুরির ঘটনায় এক পাঁচ অভিযুক্তের মধ্যে একজনকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার নাম জেমস হাওয়ার্ড জ্যাকসন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, লস অ্যাঞ্জেলেসের একটি আদালত সোমবার শোনানি শেষে এই রায় ঘোষণা করেন।

লেডি গাগার তিনটি কুকুর ছিল বিরল প্রজাতির। সেকারণে পোষ্যগুলো ছিল মূল্যবান। এটা ছিনতাইকারীরা ভালো করে জানতেন।

২০২১ সালের শুরুর দিকে লোডি গাগার তিন পোষ্য কুকুরকে হাঁটাতে নিয়ে যান প্রশিক্ষক রায়ান ফিশার। সেখানে বন্দুক নিয়ে হাজির হন তিন জন। ফিশার বাধা দিতে গেলে তার ফুসফুসে গুলি লাগে। পোষ্য তিনটিকে নিয়ে ডাকাতরা চম্পট দেন।

কোজি, গুস্তাভ ও মিস এশিয়া নামের তিন সারমেয়র মধ্যে তৃতীয় জন অর্থাৎ মিস এশিয়া ডাকাতের গাড়ি থেকে পালিয়ে আসে এবং ফিশার যেখানে গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিলেন, সেখানে চলে আসে। কিন্তু বাকি দুই কুকুরকে নিয়ে ডাকাতরা পালিয়ে যান।

এর কিছু দিন পরে লেডি গাগা মোটা অংকের পুরস্কার মূল্য ঘোষণা করেন তার পোষ্যদের খুঁজে দেওয়ার জন্য। কিছুদিন বাদে কোজি ও গুস্তাভকে নিয়ে হাজির হন এক মহিলা। পরে পুলিশ জানায়, এই মহিলাও ওই অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে তার বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়।

জ্যাকসন ছাড়া আর যে দুজন এই ডাকাতির সঙ্গে যুক্ত ছিলেন, তারা ইতিমধ্যে কারাবাস করছেন। জ্যাকসন এরমধ্যে একবার পুলিশের হেফাদত থেকে পালান। তাকে পরে আবার ধরা হয়। তারই বিরুদ্ধে মামলা চলছিল দীঘদিন ধরে। আর সেটির রায়ই শোনালেন আদালত।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে