রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কিট ইন্সপেকশন প্যারেড

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২; সময়: ৮:৪০ অপরাহ্ণ |
রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কিট ইন্সপেকশন প্যারেড

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কিট ইন্সপেকশন প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে রাজশাহীর মোহনপুর থানার কিট ইন্সপেকশন প্যারেড অনুষ্ঠিত হয়। কিট প্যারেডে সালামী অভিবাদন গ্রহণ করেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)।

সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার মোহনপুর থানায় কর্মরত বিভিন্ন র‍্যাংকের অফিসার-ফোর্সদের কিট বই ও কিট সামগ্রী পর্যবেক্ষণ করেন। পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, ডিসিপ্লিন বজায় রাখা ও পেশাদারিত্ব বজায় রাখার উপর দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়া রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) চারঘাট থানা ও বাঘা থানা, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ( ক্রাইম এন্ড অপারেশনস) যোগীপাড়া পুলিশ তদন্তকেন্দ্র ও ঝিকড়া পুলিশ ক্যাম্প, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) বাগমারা থানা ও হাটগাংগোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের কিট প্যারেড পরিদর্শন করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল ৯ টার দিকে পুলিশ লাইন্স মাঠে রাজশাহী জেলা পুলিশের সদরকেন্দ্রিক যে সকল ইউনিট রয়েছে সে সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দের অংশগ্রহনে কিট ইন্সপেকশন প্যারেড অনুষ্ঠিত হয় এবং উক্ত প্যারেডে রাজশাহীর পুলিশ সুপার সালামী অভিবাদন গ্রহণ করেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে