সুজানগরের পদ্মার চরে সবজি চাষে কৃষকের ভাগ্য বদল

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২; সময়: ৮:৩১ অপরাহ্ণ |
খবর > কৃষি
সুজানগরের পদ্মার চরে সবজি চাষে কৃষকের ভাগ্য বদল

এম এ আলিম রিপন, সুজানগর : পাবনার সুজানগরের পদ্মার চর এলাকায় এবারে ফসল এবং সবজির বাম্পার ফলন হয়েছে । সুজানগর উপজেলা কৃষি বিভাগ সুত্র জানায়, সুজানগর পৌরসভার চর সুজানগর, চরমানিকদীর, উপজেলার সাতবাড়িয়া, নাজিরগঞ্জ, সাগরকান্দি ও মানিকহাট ইউনিয়নের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে পানি শুকিয়ে চর জেগে উঠতে থাকে।

এ সকল চর এলাকার জমি গত কয়েক বছর আগেও পতিত হিসাবে পড়ে থাকত । আর বর্তমানে এই উপজেলার পদ্মার চর এলাকার বিভিন্ন পয়েন্টের প্রায় ৫০০ হেক্টর জমিতে লাউ,টমেটো,গাজর সহ বিভিন্ন ধরণের সবজি ও ফসল আবাদ করছে এ উপজেলার কৃষকেরা। আর এসকল সবজির বাম্পার ফলন হওয়ায় হাসি ফুটে উঠেছে কৃষকের মাঝে। উপজেলার সাগরকান্দি ইউনিয়নের চর শ্রীপুর এলাকার কৃষক আক্কাজ আলী বলেন, আগে পদ্মা নদীর পানি কমে যাওয়ার পর চরে কোন কৃষক ফসল আবাদের চিন্তাও করেনি অনেকে বালি কেটে এনে বিক্রি করত, কিন্তু বর্তমানে এই সকল চরে সবজি আবাদ করে অনেক কৃষকের সংসারে সচ্ছলতা ফেরে এসেছে।

পৌরসভার চর ভববানীপুর গ্রামের কৃষক মনসুর আলী বলেন, আগে মানুষেরা চরের জমির তেমন কোন মুল্যই দিতনা আর বর্তমানে চরের জমিতে সোনার মত ফসল ও সবজি উৎপাদন করছে কৃষকেরা। সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী জানান, আগে যেখানে চরের জমি মানুষেরা কিনতেই চাইতেন না, কিন্তু বর্তমানে এই চর এলাকার জমি কেনার প্রতি অনেক মানুষেরই আগ্রহ বাড়ছে। উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের শ্যামনগর গ্রামের কৃষক মোতালেব হোসেন বলেন, আরো বেশি বেশি সরকারি সুযোগ সুবিধা পেলে এই চর এলাকার জমিতে অনেক ভাল ফসল ও সবজি উৎপাদন করা সম্ভব হবে তাই তিনি সরকারের প্রতি এ এলাকার কৃষকদের প্রতি বিশেষ নজর দেবার দাবী জানান।

উপজেলা কৃষি অফিসার রাফিউল ইসলাম জানান, এই সকল চর এলাকায় কৃষকেরা অল্প টাকা খরছ করে বর্তমানে ভাল ফসল উৎপাদন করছে আর এ সকল জমিতে ফসল উৎপাদনে খরচ কম হওয়ায় কৃষকেরা ব্যাপকভাবে লাভবান হচ্ছে ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে