নন্দীগ্রামে অবৈধ পুকুর খনন করায় ১০ দিনের কারাদন্ড

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২; সময়: ৩:২৪ অপরাহ্ণ |
নন্দীগ্রামে অবৈধ পুকুর খনন করায় ১০ দিনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে তিন ফসলি জমিতে পুকুর খনন শুরু করেছিলেন পৌর এলাকার বৈলগ্রামের ইউনুস আলী। জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম পুলিশ নিয়ে সোমবার রাত ৯টার দিকে নন্দীগ্রাম সদর ইউনিয়নের ডেরাহার কড়ইতলার ওই জমিতে উপস্থিত হন।

তাঁর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে জমির মালিক ও মাটি পরিবহণ কাজে ব্যবহৃত ট্রাক চালকরা পালিয়ে যায়। এ সময় ভেকুর চালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁর ১ লাখ টাকা জরিমানা করা হয়। অর্থদন্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভেকুর চালক সুজন আলী নাটোর সদর উপজেলার গোয়ালদিঘী কৃষ্ণপুর এলাকার আসলাম মন্ডলের ছেলে। এছাড়া সে সময় ভেকু মেশিনের দুটি বড় ব্যাটারি ও চাবি জব্দ তালিকা মোতাবেক জব্দ করে থানা হেফাজতে রাখা হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দন্ডপ্রাপ্ত ওই ব্যক্তিকে জেলে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম বলেন, নন্দীগ্রামের যেখানে পুকুর খনন করা হবে, সেখানেই অভিযান চালানো হবে। অবৈধভাবে পুকুর খনন করলে তাদের সর্বোচ্চ জেল ও জরিমানা করা হবে। এ অভিযান চলমান থাকবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে