রাবিতে ৩ দিনব্যাপি বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২; সময়: ২:২৮ অপরাহ্ণ |
রাবিতে ৩ দিনব্যাপি বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩ দিনব্যাপি বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। শিল্পকর্ম প্রদর্শনীটি চলবে ৮ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত।

মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের আয়োজনে মঙ্গলবার (৬ ডিসেম্বর্র) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন ভবনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার।

প্রফেসর ড. রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ প্রফেসর অবায়দুর রহমান প্রমানিক।

এসময় বাছাইকৃত ১২ জন সেরা শিল্পকর্মের শিল্পীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। প্রদর্শনীতে মৃৎশিল্প ও ভাষ্কর্য বিভাগের শিক্ষার্থীদের করা মোট ১২০ টি শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে।

উল্লেখ্য, প্রতিবছর পর্যায়ক্রমে চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগ এ শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করে। এতে বছরজুড়ে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও ব্যক্তিগত কাজগুলোই প্রদর্শন করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে