পুঠিয়ায় রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২; সময়: ৪:১১ অপরাহ্ণ |
পুঠিয়ায় রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় কাবিটা প্রকল্পের বরাদ্দের টাকায় আরসিসি ঢালাই রাস্তার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই কাজে নিম্ন মানের ইট ও পুরাতন লোহার রড ব্যবহার করার অভিযোগ রয়েছে।

সোমবার দুপুরে পুঠিয়া পৌরসভার রামজীবনপুর এলাকায় ঘটনাস্থলে গিয়ে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ পাওয়া যায়।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পৌর এলাকার রামজীবনপুর এলাকায় এমপি সাহেবের বরাদ্দকৃত কাবিটা প্রকল্পের ৩ লক্ষ টাকার কাজ।

আর সেই কাজটি বাস্তবায়ন করছে পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর। সেখানে ২০০ ফিট রাস্তায় আরসিসি ঢালাই করার সিডিউল রয়েছে।

এলাকাবাসী জানায়, রাস্তার কাজে নিম্ন মানের ইট ও খোয়া ব্যবহার করা হচ্ছে। এছাড়া যে রড় রাস্তায় ব্যবহার করা হচ্ছে সেগুলো পুরাতন রড ব্যবহার করা হচ্ছে। আর কাউন্সিলর কাজ করায় এলাকার কেউ প্রতিবাদ করার সাহস পাইনা।

ঘটনাস্থলে থাকা মিস্ত্রি নাম না প্রকাশের শর্তে জানান, ইট আপনারা যেমন দেখছেন। আমরাও তাই দেখছি। আর রড পুরাতন এবং নতুন দুইটাই রয়েছে।

পৌরসভায় গিয়ে কাউন্সিলর সাহেবকে না পাওয়ায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, আমি ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় কাজ বন্ধ করে দিয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছের সরকারী মোবাইল ফোনে ফোন করা হলে তিনি রিসিভ করেনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে