নাশকতা মামলায় বিএনপির বদলে আ.লীগ নেতা আটক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২; সময়: ৩:৫৭ pm |
খবর > রাজনীতি / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : মানিকগঞ্জের সাটুরিয়ায় থানা পুলিশের বিরুদ্ধে নাশকতা মামলায় বিএনপি নেতাকর্মী বাদ দিয়ে আওয়ামী লীগ নেতা আটকের অভিযোগ উঠেছে।
পুলিশের হাতে আটক হয়ে নাজেহাল হয়েছেন আবুল বাশার (বাদশা) নামে এক ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য।
নাশকতা মামলার আসামি ধরার নামে অভিযানে একাধিক আ.লীগ নেতার বাড়িতে হানা দেওয়ার অভিযোগ করেন দলীয় নেতাকর্মীরা।
রোববার গভীর রাতে উপজেলার দড়গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে জানতে চাইলে ঘটনাস্থলে যাওয়া এসআই কামরুজ্জামান বলেন, ওসি স্যারের নির্দেশনায় আবুল বাশারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। অন্যদের বাড়িতে কোন টিম গেছে তা জানা নেই।