দেশের পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বসছে বিএনপি

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২; সময়: ৩:৪৫ অপরাহ্ণ |
দেশের পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বসছে বিএনপি

পদ্মাটাইমস ডেস্ক : ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে আগামীকাল বৈঠক করবে বিএনপি। এ জন্য ঢাকায় বিদেশি সব দূতাবাসসহ জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বিকাল ৩টায় রাজধানীর হোটেল লেকশোর-এ এই বৈঠক হবে বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যু অবহিত করতে এ বৈঠক। বিশেষ করে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে কূটনীতিকদের অবহিত করা হবে। এ ছাড়া সারা দেশে পুলিশের বিশেষ অভিযান, ‘গায়েবি’ মামলা, ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে গণগ্রেফতার, বাসায় বাসায় তল্লাশি, গণসমাবেশের ভেন্যু প্রসঙ্গসহ নানা ইস্যু সম্পর্কে কূটনীতিকদের জানানো হবে।

এসব বিষয় লিখিত আকারে জানানোর পাশাপাশি বিএনপি নেতারা তাদের বক্তব্যেও তুলে ধরবেন। এ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

তবে বিএনপির বৈদেশিক কমিটির একাধিক সদস্য যুগান্তরকে জানান, এটি তাদের রুটিং ওয়ার্ক।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বৈদেশিক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ বলেন, এটি একটি সেমিনার। কিন্তু মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে তো জানানো হয়নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে