ধর্মীয় অনুষ্ঠান পালনের সময় আকস্মিক বন্যা, ৯ জনের মৃত্যু

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২; সময়: ১২:১৯ অপরাহ্ণ |
ধর্মীয় অনুষ্ঠান পালনের সময় আকস্মিক বন্যা, ৯ জনের মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের জুকস্কেই নদীর তীরে আকস্মিক বন্যায় কমপক্ষে নয়জন মারা গেছে।
উদ্ধারকারী কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শনিবারের (৩ ডিসেম্বর) এই ঘটনায় এখনও আটজন নিখোঁজ রয়েছে। জোহানেসবার্গ ইমার্জেন্সি সার্ভিসের মুখপাত্র রবার্ট মুলাউদজি জানান, শনিবার দুটি মৃতদেহ উদ্ধার করা হয় এবং রোববার সকালে উদ্ধার অভিযান পুনরায় শুরু হলে আরও সাতটি মৃতদেহ পাওয়া যায়।

মুলাউদজি জানান, ৩৩ জন খ্রিষ্টান ধর্মীয় উপাসক জোহানেসবার্গ শহরতলির ব্রামলি পার্কে জুকস্কেই নদীর তীরে ব্যাপিস্ট (খ্রিষ্টান ধর্মীয় অনুষ্ঠান) অনুষ্ঠান পালনের উপলক্ষে জড়ো হন।

এ সময় আকস্মিক ঝড়ের কারণে বন্যা ও প্রবল স্রোতের সৃষ্টি হয়।বন্যায় ১৫ জন ধর্মীয় উপাসক ভেসে যান। বাকি উপাসকদের স্থানীয়রা উদ্ধার করে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন তিনি।

রবার্ট মুলাউদজি জানান, আমরা বহুবার বাসিন্দাদের নদীর ধারে আচার-অনুষ্ঠানের বিপদ সম্পর্কে সতর্ক করেছি। তিনি আরও বলেন, ‘গত তিন মাসে জোহানেসবার্গ শহরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং বেশির ভাগ নদী এখন পূর্ণ। এই অবস্থায় নদী তীরে এই ধরনের আচার পালন করা মানে মৃত্যু কাছে ডেকে আনা।’

জোহানেসবার্গের পূর্বে আলেকজান্দ্রাসহ অনেক জনপদ জুকস্কেই নদীর তীরে গির্জার আচার-অনুষ্ঠান পরিচালনা করার জন্য প্রায়ই জড়ো হন। গত জুন মাসে এই ধর্মীয় অনুষ্ঠান পালনের সময় এই নদীতে আকস্মিক বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে