নতুন করে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২; সময়: ১০:২৭ পূর্বাহ্ণ |
নতুন করে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা

পদ্মাটাইমস ডেস্ক : রাশিয়ার তেল বিক্রির ওপর পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার পরও সরবরাহ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাস।

ভিডিও কনফারেন্সে মন্ত্রী পর্যায়ে বৈঠক শেষে ওপেক প্লাস জানায়, তেল উৎপাদন ও সরবরাহে নতুন করে কোনো পরিবর্তন আনছে না তারা।

পূর্বের নীতি অনুযায়ী, বৈশ্বিক বাজারে প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল সরবরাহ নিশ্চিত করবে সৌদি ও রাশিয়া নেতৃত্বাধীন এ সংগঠনটি।

এদিকে, বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-সেভেন ও ইউরোপীয় ইউনিয়নের বেধে দেয়া রুশ তেলের দাম ৬০ ডলার কার্যকর হচ্ছে আজ থেকে।

এ অবস্থায় বৈশ্বিক তেলের বাজারে নতুন করে অনিশ্চয়তা বাড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে