রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি তাজবুল, সম্পাদক ওয়াজেদ

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২; সময়: ১১:২৩ অপরাহ্ণ |
রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি তাজবুল, সম্পাদক ওয়াজেদ

নিজস্ব প্রতিবেদক : সাত বছর পর রাজশাহী জেলা কৃষক লীগের সম্মেলন রোববার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে তাজবুল ইসলামকে সভাপতি, ওয়াজেদ আলী খানকে সাধারণ সম্পাদক ও বিমল সরকারকে সহসভাপতি করা হয়েছে। ভোটাভুটি ছাড়াই প্রার্থীদের মতামতের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।

আগামী তিন বছর এই কমিটি দায়িত্ব পালন করবে। সেই সঙ্গে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

রাজশাহী বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধনের কথা থাকলেও সম্মেলনস্থলের পাশে দুটি বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ও ৫০০ গজ দূরে উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্র থাকার কারণে বেলা ১টায় সম্মেলন শুরু হয়।

রাজশাহী জেলা কৃষক লীগের আহ্বায়ক তাজবুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক লীগর সভাপতি সমীর চন্দ। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম এমপি।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, রাজশাহী-৪ আসনে সংসদ সদস্য এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডাঃ মনসুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা।

এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন, কৃষক লীগের রাজশাহী অঞ্চলের সহসভাপতি আবদুল লতিফ তারিন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ হাবিবুর রহমান মোল্লা, দপ্তর রেজাউল করিম রেজা, কৃষিপণ্য বিষয়ক সম্পাদক আজমল হোসেন, নির্বাহী কমিটির সদস্য রবিউল আলম বাবু প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী উপস্থিত থেকে নিজেদের প্রার্থিতা ঘোষণা করেন। পরে দলের কেন্দ্রীয় নেতারা প্রার্থীদের মতামতের পরিপ্রেক্ষিতে ভোটাভুটি ছাড়াই তিন সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে