সুজানগরে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২; সময়: ৩:৪৪ অপরাহ্ণ |
সুজানগরে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগরে ছাত্রাবাসে ঢুকে শিক্ষার্থীদের উপর বহিরাগত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উলাট সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার সামনে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন, উলাট সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মতিউর রহমান, অধ্যাপক হেসাব উদ্দিন, আলিম ২য় বর্ষের শিক্ষার্থী হাসিনা খাতুন ও ১০ শ্রেণীর ছাত্র নাইম হোসেন।

এ সময় বক্তরা এই ঘৃণ্য ও জঘন্য কর্মকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার মানিকহাট ইউনিয়নে ১৯১৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী উলাট সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রাবাসে নেশাগ্রস্থ হয়ে ঢুকে ৩ বখাটে যুবক হামলা চালিয়ে ৩ শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করে।

গুরুতর আহত অবস্থায় ১০ম শ্রেণীর শিক্ষার্থী রাকিবুল, ৮ম শ্রেণীর শিক্ষার্থী আলী হাসান ও ৭ম শ্রেণীর শিক্ষার্থী রবিউলকে সুজানগর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শুক্রবার মাদ্রসার অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মতিউর রহমান স্থানীয় উলাট গ্রামের শহিদুল্লাহ মাষ্টারের ছেলে মোবারক হোসেন, রেজা শেখের ছেলে ওয়ালিদ ও আকাশ নামে ৩ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন।

সুজানগর থানার ওসি আব্দুল হাননান জানান, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে । এদিকে রাতের আঁধারে নেশাগ্রস্থ হয়ে মাদ্রাসার ছাত্রাবাসে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে