৭ বছর পর উৎসব মুখর পরিবেশে রাজশাহী জেলা কৃষক লীগের সম্মেলন

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২; সময়: ২:১৩ অপরাহ্ণ |
৭ বছর পর উৎসব মুখর পরিবেশে রাজশাহী জেলা কৃষক লীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ৭ বছর পর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২। রবিবার দুপুরে জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন ও পায়রা সম্মেলনের উদ্বোধন করা হয়। এরপর পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও গম্ভীরা।

সম্মেলনে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ উদ্বোধক হিসেবে ও সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, এমপি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

রাজশাহী জেলা কৃষক লীগের আহবায়ক অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, রাজশাহী -৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান প্রমুখ।

এর আগে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে