৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২; সময়: ১১:১৫ পূর্বাহ্ণ |
৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

পদ্মাটাইমস ডেস্ক : ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

শনিবার (৩ ডিসেম্বর) দেশটির ভূপদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি জানিয়েছে, ভূমিকম্প শুরু হলে সেখানকার বাসিন্দারা ঘর থেকে বের হয়ে আসে। খবর রয়টার্সের।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল ছিল রাজধানী জাকার্তা থেকে ২৮০ কিলোমিটার দূরে। তবে রাজধানীতেও কম্পন অনুভূত হয়েছে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১১৮ কিলোমিটার গভীরে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকা গারুটে তারা অনুসন্ধান করছে।

পশ্চিম জাভার কয়েকটি শহরের বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তারা শক্তিশালী কম্পন অনুভব করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে