বাঘায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন পালন

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২; সময়: ৮:৫১ অপরাহ্ণ |
বাঘায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন পালন

নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় শনিবার (৩ ডিসেম্বর) বাঘা বুদ্ধি ও অটিষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান।

বাঘা বুদ্ধি ও অটিষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভায় সাংবাদিক আব্দুল লতিফ মিঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী সরকার, সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মুনছুর রহমান, রাজশাহীর প্রতিবন্ধী সংস্থার পরিচালক নিজামুল হুদা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিদ কুমার বাকু পান্ডে, বিদ্যালয়ের প্রতিষ্টাতা পরিচালক সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক মাজেদুল হক প্রমুখ।

অনুষ্টানে ৫ জনকে হুইল চেয়ার ও ১০০ জনকে শীতবস্ত্র দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান হয়। পরে, বিদ্যালয়টির সংঙ্গীত শিক্ষক দৃষ্টি প্রতিবন্ধী বদিউজ্জামান ও শ্যামল কুমার সংঙ্গীত পরিবেশন অনুষ্ঠানে বাঘাতে আছেরে ভাই এমন বিদ্যালয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে