রাজশাহীতে বিএনপির সমাবেশে দু-গ্রুপের সংঘর্ষ

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২; সময়: ৬:১৫ অপরাহ্ণ |
রাজশাহীতে বিএনপির সমাবেশে দু-গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। দলের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ঠিক তখন বিএনপিন নেতাকর্মীরা বিভক্ত হয়ে বাঁশের লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় চেয়ার ছোড়া ছুড়িও করে তারা।

শনিবার রাজশাহীর মাদ্রাসা মাঠে বিএনপি বিভাগীয় এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল মাহমুদ চৌধুরী টুকু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহসাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক এমপি নাদিম মোস্তফা প্রমুখ।

বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি নাদিম মোস্তফা বক্তব্য শুরু হলে মাঝ মাঠে বিএনপির দুই পক্ষের কর্মীরা সংঘর্ষ জড়িয়ে পড়ে। তবে কি নিয়ে সংঘষ হয় তা নিশ্চিত হওয়া যায়নি। তবে দুটি পক্ষের সংঘর্ষের একটি ভিডিওতে দেখা যায়, দুটি পক্ষ সমাবেশের মধ্যমাঠে হাতে লাটি-সোটা নিয়ে একে অপরের দিকে ধেয়ে যাওয়া ও লাঠি চালাচালি করছে। এসময় কেন্দ্রীয় নেতারা মাঠে নিজেদের মধ্যে মারামারি থামাতে অনুরোধ জানান।

পরে পরিস্থিতি বেগতি দেখে কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, নাদিম মোস্তফার বক্তব্য থামিয়ে দিয়ে মাইক নিয়ে স্লোগন দিতে থাকে এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় নেতাদের বক্তৃতা শুরু হয়। এর পর তারা শান্ত হলে পুনরায় বক্তব্য শুরু করে নাদিম মোস্তাফা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে