বাগমারায় জেলা কৃষক লীগের সম্মেলন সফল করতে প্রচার মিছিল

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২; সময়: ৬:৫২ অপরাহ্ণ |
বাগমারায় জেলা কৃষক লীগের সম্মেলন সফল করতে প্রচার মিছিল

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : দীর্ঘ ৭ বছর পর রবিবার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে হবে রাজশাহী জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

ত্রি-বার্ষিক এই সম্মেলন সফল ও সার্থক করতে শনিবার বিকেলে রাজশাহী জেলা কৃষক লীগের উদ্যোগে প্রচার মিছিল বের করা হয়।

উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সামনে থেকে একটি বিশাল প্রচার মিছিল বের হয়ে ভবানীগঞ্জ বাজারের প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে নিউ মার্কেটের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

রাজশাহী জেলা কৃষক লীগের আহ্বায়ক অধ্যক্ষ তাজবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আব্দুল লতিফ তারিন সহ-সভাপতি বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটি ও আহ্বায়ক রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ সভাপতি মতিউর রহমান টুকু, জাহাঙ্গীর আলম হেলাল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সিরাজ উদ্দীন সুরুজ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল জলিল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, সদস্য মটর, জাহেদুর রহিম মিঠু, কাউন্সিলর হাচেন আলী, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক শামসুদ্দীন আল আজাদ, রাজশাহী জেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম চিনু, আসাদুল হক দুখু, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, কৃষক লীগের সভাপতি মহসীন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, যুগ্ম সাধারণ কামরুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি আল মামুন প্রামানিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা উজ্জল হোসেন, জহুরুল ইসলাম সান্টু প্রমুখ।

প্রচার মিছিল শেষে সম্মেলনস্থল পরিদর্শন করেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপিসহ নেতৃবৃন্দ।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে