কিংস এলিভেন সিল্কসিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন নর্দান টাইটেন্স

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২; সময়: ৬:২৬ অপরাহ্ণ |
খবর > খেলা
কিংস এলিভেন সিল্কসিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন নর্দান টাইটেন্স

আল ফাহরী-উল ইসলাম : রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের (এমসিসি টি-২০) ফাইনালে কিংস এলিভেন সিল্কসিটিকে ৩০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নর্দান টাইটেন্স। রানার্স আপ হয়েছে কিংস এলিভেন সিল্কসিটি।

শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মহিলা কমপ্লেক্স মাঠে ৮ম বারের মতো এমসিসি টি-২০ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলার শুরুতে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কিংস এলিভেন এর অধিনায়ক বাবু। ব্যাট করতে নেমে নর্দান টাইটেন্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২০৫ রান করে।

এসময় দলের পক্ষে সর্বোচ্চ (৪১) রান করেন সোহান। এছাড়াও সিবলী ও খোকন করেন যথাক্রমে ৩১ ও ২৯ রান। কিংস এলিভেন এর টনি ১১ রানের বিনিময়ে ২টি উইকেট লাভ করেন।

২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলতে সক্ষম হয় কিংস এলিভেন। দলের পক্ষে হান্নান ৪৪ ও টনি ১৮ রান করেন।

নর্দান টাইটেন্স এর মন্টু ৬ রানের বিনিময়ে ১ উইকেট লাভ করেন। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন নর্দান টাইটেন্স এর সোহান।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ কমিশনার জিয়াউল হক রেজা।

প্রধান অতিথি বলেন, প্রতিবছরের মত এবারও সুন্দরভাবে মিলন মেলার মধ্য দিয়ে এমসিসি টি-২০ টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। দুই দলই অসাধারণ খেলেছে। এরই মধ্যে নর্দান টাইটেন্স চ্যাম্পিয়ন হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহীর সভাপতি খালেদ মাসুদ পাইলট এবং টুর্ণামেন্ট কমিটির আহবায়ক শেখ মামুন ডলারসহ এফসিআর এর নেতৃবৃন্দ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়ারদের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে