সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৭০ লাখ টাকার মাছ নিধন

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২; সময়: ৪:০২ অপরাহ্ণ |
সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৭০ লাখ টাকার মাছ নিধন

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের সিংড়ায় বিষ দিয়ে দু’টি পুকুরের প্রায় ৭০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্ত। শুক্রবার রাতে উপজেলার সোয়াইড় বালাল গ্রামে এই মাছ নিধনের ঘটনা ঘটে।

পুকুর মালিকসহ পুকুর সংশ্লিষ্টরা জানান, উপজেলার চৌগ্রামের জাহাঙ্গীর আলম সোয়াইড় বালাল গ্রামে ৪২ ও ১৩ বিঘার দুটি পুকুরে কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছিলেন।

ওই দুই পুকুরে প্রায় ১০ লাখ টাকার মাছ ছেড়েছেন কমাস আগে। এই মাছ বেড়ে ওঠার জন্য প্রায় ৬০ লাখ টাকার খাদ্য দিতে হয় পুকুর দু’টিতে।

শুক্রবার রাতে কে বা কারা ওই দুটি পুকুরে বিষ দিলে বিপুল পরিমাণের মাছ মরে ভেসে ওঠে। সকালে পুকুরে মাছগুলি ভাসতে দেখেন মালিক ও শ্রমিকরা। এই বিষ দেওয়ায় ওই দুটি পুকুরের মাছ মরে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মাছচাষী জাহাঙ্গীর আলম বলেন, আমার পুকুরে বিষ দেয়ায় তার প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি পথে বসে গেছি। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই।

সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনার এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে