রাবিতে অনুষ্ঠিত হলো ‘কুয়াশা উৎসব’

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২; সময়: ২:৪২ অপরাহ্ণ |
রাবিতে অনুষ্ঠিত হলো ‘কুয়াশা উৎসব’

জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথম বারের মত আয়োজিত হলো ‘কুয়াশা উৎসব ১৪২৯’। শুক্রবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সাংস্কৃতিক সংঘের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে বক্তব্য রাখেন আইইআরের অধ্যাপক আকতার বানু, আইইআরের শিক্ষক ও সাংস্কৃতিক সংঘের উপদেষ্টা ফয়সাল আহমেদ, শেখ সেমন্তি। এতে আইইআরসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বাংলা গান, লোকগান, কবিতা ও নাচ পরিবেশন করে। এছাড়া এতে ফাউন্টেন মিউজিক্যাল আর্টস সেন্টার এবং বিরহী হারুন ও তার দল গান পরিবেশনা করে।

আয়োজকরা জানায়, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পার্বণকে কেন্দ্র করে উৎসব পালিত হয়৷ বেশিরভাগ ক্ষেত্রে বিভাগগুলো নিজেদের শিক্ষার্থীদের নিয়েই আয়োজনটা করে। কিন্তু আমরা চেষ্টা করলাম, আয়োজন যারই হোক, উৎসবের আনন্দটা যেন সবার হয়। এর জন্যে প্রথমবারের মত এই কুয়াশা উৎসবের আয়োজনে আইইআর সাংস্কৃতিক সংঘ থাকলেও, বেশ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ গ্রহণ করেছে। উৎসবে শিক্ষার্থীদের প্রায় সাড়ে ৫ ঘণ্টার পরিবেশনা উপভোগ করেছে গোটা ক্যাম্পাস।

আয়োজক সূত্রে জানা যায়, আইইআর সাংস্কৃতিক সংঘের এই কুয়াশা উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক খুর্শিদ রাজীব ও সমন্বয়ক তানভীর আহমেদ রিয়াদ।

এছাড়া কমিটিতে আরও ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বুলবুল মাহমুদ, অর্থনীতি বিভাগের সজল শেখর কুণ্ডু, চারুকলা অনুষদের জুলিয়ান অস্কার কুয়াশা, আইইআরের শিক্ষার্থী মিঠুন বকসী, রেজোয়ানুল আলম রিজভী, ফৌজিয়া ফারিয়া, শামস আল গালিব, নাঈম আল জিহাদ, রনি হোসেন প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে