শিবগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২; সময়: ১:৪০ অপরাহ্ণ |
শিবগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : ‘‘অর্ন্তভূক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমূখী পদক্ষেপ, প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বির্নিমানে উদ্ভাবনের ভূমিকা’’ এই প্রতিপাদ্যে শিবগঞ্জে ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয় আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভা সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এতে মুখ্য আলোচক ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত।
এতে স্বাগত বক্তা ছিলেন, শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হক। সিনিয়র শিক্ষক মাহমুদা নাসরীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও সহকারী শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমানসহ অন্যরা।
পরে শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, ফুটবল ও শিক্ষার্থীদের পরিবহনের জন্য দুটি ভ্যান প্রদান করা হয়।
একই সঙ্গে বিদ্যালয় মাঠে কিডস জোনের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে