একযুগ পূর্তিতে পুঠিয়া উপজেলা প্রেসক্লাবের আলোচনা সভা
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২; সময়: ৭:৩৩ pm |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে বানেশ্বর বাজারের একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়। সভায় পুঠিয়া উপজেলা প্রেসক্লবের ১ যুগপূর্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা প্রেসক্লবের সভাপতি বিজয় ঘোষ (বাংলা টিভি)। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বজলুর রশিদ (রাজশাহী প্রতিদিন), কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী (দৈনিক যায়যায়দিন ও পদ্মাটাইমস ), সদস্য, শফিকুল ইসলাম (রাজশাহী প্রতিদিন), এ এস সুমন (বিডি সংবাদ), নাজমুল ইসলাম ঠান্টু (কবি), আকাশ কুমার ঘোষ (দৈনিক সোনার দেশ), সোহানুর রহমান (বাংলাদেশ বুলেটিন) প্রমুখ।
আলোচনা শেষে বানেশ্বর বাজারে অবস্থিত টেকওয়ার্ল্ড দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পুঠিয়া উপজেলা প্রেসক্লাবের সদস্যরা।