সুজানগরে ছাত্রাবাসের শিক্ষার্থীদের উপর হামলায় আহত ৩

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২; সময়: ৩:৫১ অপরাহ্ণ |
সুজানগরে ছাত্রাবাসের শিক্ষার্থীদের উপর হামলায় আহত ৩

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগরে নেশাগ্রস্থ বখাটেদের দ্বারা হামলার শিকার হয়েছেন মাদ্রাসার ছাত্রাবাসে অবস্থানরত ৩ শিক্ষার্থী। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার মানিকহাট ইউনিয়নে ১৯১৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী উলাট সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায়।

নেশাগ্রস্থ বখাটেদের হামলায় গুরুতর আহত ওই শিক্ষা প্রতিষ্ঠানের ১০ম শ্রেণীর শিক্ষার্থী রাকিবুল, ৮ম শ্রেণীর শিক্ষার্থী আলী হাসান ও ৭ম শ্রেণীর শিক্ষার্থী রবিউলকে সুজানগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শুক্রবার উলাট সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মতিউর রহমান স্থানীয় উলাট গ্রামের শহিদুল্লাহ মাষ্টারের ছেলে মোবারক হোসেন, রেজা শেখের ছেলে ওয়ালিদ ও আকাশ নামে ৩ জনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাদ্রাসার লিল্লাহ বোডিং(ছাত্রাবাসের) ২০১ নং আবাসিক রুমে পড়াশুনা করছিলেন শিক্ষার্থীরা। এ সময় নেশাগ্রস্থ হয়ে ছাত্রাবাসে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে অভিযুক্ত মোবারক,ওয়ালিদ ও আকাশ।

পরে মাদ্রাসার নৈশ প্রহরী সহ স্থানীয় এলাকার লোকজন এসে গুরুতর আহত রাকিবুল, রবিউল ও আলী হাসান নামে ৩ শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে যায়।

নেশাগ্রস্থ হয়ে মাদ্রাসার ছাত্রাবাসে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর হামলার এ ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের নিকট মামলার আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন অত্র মাদ্রাসা পারিচালনা কমিটির সহ সভাপতি শাহাদত হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুজানগর থানার ওসি আব্দুল হাননান জানান, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

এদিকে রাতের আঁধারে নেশাগ্রস্থ হয়ে মাদ্রাসার ছাত্রবাসে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে