একটুর জন্য হার্ট অ্যাটাক করিনি : স্পেন কোচ

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২; সময়: ৩:০৫ অপরাহ্ণ |
খবর > খেলা
একটুর জন্য হার্ট অ্যাটাক করিনি : স্পেন কোচ

পদ্মাটাইমস ডেস্ক : কাতার বিশ্বকাপে অন্যতম ফেভারিট হয়েই পা রেখেছিল স্পেন। শুরুটাও ছিল দুর্দান্ত। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে এশিয়ার দেশ জাপানের কাছে ২-১ গোলের ব্যবধানে হারে ইউরোপের দলটি।

এই হারের পর কোনো রাগঢাক না করেই স্পেনের কোচ লুইস এনরিকে জানিয়ে দেন যে তিনি একদমই খুশি নন।

এমন হারে দল বাদ পড়লে হার্ট অ্যাটাক হয়ে যেত জানিয়ে এনরিকে বলেন, আমি যদি জানতাম যে আমাদের দল বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে, তাহলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেতো।

হতাশ কণ্ঠে এনরিকে বলেন, আমরা পরের রাউন্ডে পা রেখেছি ঠিকই, কিন্তু আমি খুশি নই। এই ম্যাচ জিতে আমি গ্রুপ শীর্ষে থাকতে চাইছিলাম। তবে পাঁচ মিনিটে জাপানের জোড়া গোলে তা অসম্ভব হয়ে যায়। আমরা তখনই আউট হয়ে গিয়েছিলাম, আমরা ভেঙে পড়েছিলাম।

অবশ্য এই হারের জন্য শিষ্যদের দোষ দিচ্ছেন না তিনি। উল্টো জাপানকেই কৃতিত্ব দিচ্ছেন তিনি। এনরিকে আরও বলেন, আমি কোনো পরিকল্পনাই বাদ দিইনি।

আমাদের স্ট্রাইকাররা নিচে নেমে খেলছিলেন। তারা নিজেরাই সুযোগ তৈরির চেষ্টা করছিলেন। তবে জাপান খুব আগ্রাসীভাবে ডিফেন্ড করছিল। খালি জায়গা দিচ্ছিল না আমাদের।

উল্লেখ্য, গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়েছিল স্পেন। এর পরের ম্যাচে জার্মানির সঙ্গে ড্র করে তারা। শেষ ম্যাচে জাপানের কাছে হেরে যায় স্পেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে