পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২; সময়: ১২:৩২ অপরাহ্ণ |
খবর > জাতীয়
পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি ভবনে পাইলিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সাঈদ (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী আবু বক্কর সিদ্দিক বলেন, সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড হাউজিং এলাকায় সকালে একটি ভবনে পাইলিংয়ের কাজ করার সময় লোহার জালি বিছাতে গিয়ে আবু সাঈদ বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলার সদর থানা এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে