বাঘায় পৌর নির্বাচনে মেয়রসহ ৬১ প্রার্থীর মনোনয়ন জমা

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২; সময়: ১২:১৪ অপরাহ্ণ |
বাঘায় পৌর নির্বাচনে মেয়রসহ ৬১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিবেদক, বাঘা : আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য, বাঘা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহসপতিবার (১ ডিসেম্বর), মেয়র পদে ৮জন সহ সাধারণ ও সংরক্ষিত আসন মিলে মোট ৬১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মেয়র পদে ৮জন হলেন- আওয়ামীলীগের শাহিনুর রহমান,স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান মেয়র আব্দুর রাজ্জাক(বিএনপি), সাবেক মেয়র আক্কাছ আলী(আ’লীগ), কামাল হোসেন,তফিকুল ইসলাম (বিএনপি), সাইফুল ইসলাম,আব্দুল নুহু (জামায়াত) ও ইসরাফিল হোসেন। মেয়র পদে মনোনয়ন উত্তোলন করেছিলেন ১০জন।

সংরক্ষিত ওয়ার্ড-১ (১,২,৩) ৩ জন,সংরক্ষিত ওয়ার্ড-২ (৪,৫,৬)-৫জন ,সংরক্ষিত ওয়ার্ড-৩ (৭,৮,৯) ৫জন। সাধারণ কাউন্সিলর পদে- ওয়ার্ড (১)৪ জন , ওয়ার্ড (২)-৪ জন,ওয়ার্ড (৩)৫ জন,ওয়ার্ড (৪) ৬জন,ওয়ার্ড (৫)৭জন,ওয়ার্ড(৬)৪জন,ওয়ার্ড(৭)২জন,ওয়ার্ড(৮)৩জন ওয়ার্ড(৯)৫জন। বৃহসপতিবার (০১-১২-২২) অফিস চলাকালিন সময়ে প্রার্থীরা তাদের সমর্থিত লোকজন নিয়ে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচন অফিসার ও সহকার রির্টানিং অফিসার মুজিবুল আলম জানান, আগামী ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে । যাচাই-বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১০ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১১ ডিসেম্বর।

পৌরসভায় পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬৫৯ । এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮১২ ও নারী ভোটার ১৫ হাজার ৮৫৭ জন। ১১ টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে