ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে কিশোর নিহত

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২; সময়: ১০:৪০ পূর্বাহ্ণ |
ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে কিশোর নিহত

পদ্মাটাইমস ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে পাভেল (১৯) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত পাভেল উপজেলার গুনবতী ইউনিয়নের ফুলের নাউরি গ্রামের নুরুল ইসলামের ছেলে ও আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামের আব্দুল হালিম ভূঁইয়ার নাতি।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টায় ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে গ্রামের ভূঁইয়া বাড়ি সংলগ্ন ব্যাটমিন্টন মাঠে কিশোরদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, আলকরায় ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে সৃষ্ট কিশোরদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাভেল নামে এক কিশোর নিহত হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ৪ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ এখনও ঘটনাস্থলে রয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে