গুগলে ২০২২ সালে যেসব তারকাদের বেশি সার্চ করা হয়েছে

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২; সময়: ১০:২৮ পূর্বাহ্ণ |
গুগলে ২০২২ সালে যেসব তারকাদের বেশি সার্চ করা হয়েছে

পদ্মাটাইমস ডেস্ক : ২০২২ সাল শেষ হতে চলল। দুয়ারে কড়া নাড়ছে নতুন বছর, ২০২৩ সাল। নানা কারণে এ বছর ছিল আলোচনায়। বছরটিতে বেশ কয়েকজন সেলিব্রেটি বা তারকা আলোচনায় ছিলেন। গুগলে সার্চ করে এদের সম্পর্কে তথ্য জেনেছেন অনেকেই।

জানুন কারা রয়েছেন এ বছরে সবচেয়ে সার্চ হওয়া তারকাদের তালিকায়।

১. প্রথমস্থানে রয়েছেন হলিউড অভিনেত্রী আম্বার হার্ড।

২. দুই নম্বরে রয়েছেন আম্বার হার্ডের প্রাক্তন স্বামী তথা অভিনেতা জনি ডেপ।

৩. সব থেকে বেশি সময় ব্রিটিশ রাজতন্ত্রের শীর্ষে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথ তৃতীয় স্থানে রয়েছেন।

৪. সুপার মডেল এবং প্রাক্তন স্ত্রী গিচেল বুণ্ডচেনের থেকে বিবাহ বিচ্ছেদের পর থেকে শিরোনামে ফুটবল তারকা টম ব্র্যান্ডি, তিনি পরের স্থানে রয়েছেন।

৪. কিম কার্দাশিয়ান এবং পিট ডেভিডসন পঞ্চম ও ষষ্ঠস্থানে রয়েছেন।

৭. গুগলে সব থেকে বেশি সার্চ করাদের তালিকায় সপ্তমস্থানে রয়েছেন টুইটারের প্রধান ইলন মাস্ক

৮. উইল স্মিথ রয়েছেন অষ্টমস্থানে। এই বছরের মার্চে অস্কারের মঞ্চে এক সহ অভিনেতাকে চড় মারার পরে তিনি সেখানে পৌঁছে গিয়েছেন।

৯. নবম ও দশম স্থানে রয়েছেন স্ট্রেঞ্জার থিংস খ্যাত মিলি ববি ব্রাউন এবং ইউফোরিয়া তারকা জেন্ডায়া।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে