শিবগঞ্জে চারতলা একাডেমিক ভবন উদ্বোধন

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২; সময়: ৫:২৬ অপরাহ্ণ |
শিবগঞ্জে চারতলা একাডেমিক ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান ডিগ্রি কলেজে পয়ঃনিষ্কাশন ও বিদ্যুৎ সরবরাহসহ নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে আড়াই কোটি টাকা ব্যয়ে এ নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ সময় তিনি বলেন, শিক্ষার পরিবেশ সুন্দর রাখার জন্য সরকার প্রতিটি শিক্ষাঙ্গনে দৃষ্টিনন্দন অবকাঠামো নির্মাণ করে দিচ্ছে। সেসব ভবনে সকল আধুনিক সুযোগ-সুবিধা থাকছে। ফলে শিক্ষার্থীরা সুন্দর ও মনোরম পরিবেশে জ্ঞান অর্জন করতে পারছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দিচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। কলেজের পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সেদিকেও নজর দিতে হবে।

এ উপলক্ষে কানসাট সোলেমান ডিগ্রি কলেজে মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ আবদুল হামিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, কানসাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেনাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুনাল মুখার্জী ও গভার্নিং বডির সভাপতি সফিকুল আলম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে