পুঠিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২; সময়: ৫:২১ অপরাহ্ণ |
পুঠিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এই সভার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান, উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, জিউপাড়া ইউপি চেয়ারম্যান হোসনে আরা, বেলপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক দুলাল, পুঠিয়া ইউপি চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি জেলা ব্যবস্থাপক ত্রিদীপ চন্দ্র গোলদার, পুঠিয়া এসোসিয়েট অফিসার লায়লা খাতুন প্রমূখ।
সভায় মাদক, নারী নির্যতন, নারীর ক্ষমতায়, বাল্যবিবাহ প্রতিরোধ এবং ইভটিজিং বিষয়ে আলোচনা করা হয়।
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে