দিবালার খেলা নিয়ে অনিশ্চয়তা কাটালেন কোচ স্কালোনি

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২; সময়: ৩:২৩ অপরাহ্ণ |
খবর > খেলা
দিবালার খেলা নিয়ে অনিশ্চয়তা কাটালেন কোচ স্কালোনি

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্বকাপের আগে চোটে পড়েছিলেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। সেই সময় শঙ্কা আর উৎকণ্ঠায় সবার একই প্রশ্ন ছিল, দিবালা কি বিশ্বকাপে খেলতে পারবেন?

সময়ের সঙ্গে সেরে উঠেছেন দিবালা, আছেন বিশ্বকাপ স্কোয়াডেও। কিন্তু এখন পর্যন্ত তাকে মাঠে নামাননি কোচ লিওনেল স্কালোনি।

কিন্তু কেন? কারণটা জানালেন স্কালোনি নিজেই।

বিশ্বকাপের আগে আরব-আমিরাতের বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচেও দিবালাকে দেখা যায়নি। তবে কি পুরোপুরি চোট থেকে সেরে ওঠেননি দিবালা, এমন একটা প্রশ্ন উঠেছিল। পোল্যান্ড ম্যাচের আগে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

দিবালার মতে, টেকটিক্যাল কারণেই দিবালাকে মাঠে নামানো হচ্ছে না। স্কালোনির ভাষ্য, ‘পাওলো ঠিক আছে। তাকে না খেলানো মূলত ট্যাকটিক্যাল সিদ্ধান্ত। অন্য সতীর্থদের মতো সেও খেলতে চায়। এখন আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব, আমরা দেখব যে পরবর্তী ম্যাচে কী হয়।’

বাংলাদেশ সময় আজ রাত ১টায় নিজেদের তৃতীয় ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর্জেন্টিনার জন্য এই ম্যাচ আরকটি ‘ফাইনাল’।

এই ম্যাচে পোল্যান্ডকে হারালেই দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে আর্জেন্টিনা। গ্রুপের অন্য ম্যাচে সৌদি আরব-মেক্সিকো ড্র করলে পোলিশদের সঙ্গে ড্র করেও দ্বিতীয় রাউন্ডে যাবে আর্জেন্টাইনরা।

এমন নানা সমীকরণের গুরুত্বপূর্ণ ম্যাচেও দিবালার জায়গা হবে কি না, স্কালোনির কথাতে তা স্পষ্ট নয়। তবে অনেকেই দিবালাকে চাইছেন।

কেননা, চলতি মৌসুমে ইতালিয়ান ক্লাব রোমার হয়ে দারুণ ছন্দে ছিলেন দিবালা। ১২ ম্যাচে করেছেন ৭ গোল, করিয়েছেন ২টি। আর্জেন্টিনার হয়ে ৫১ ম্যাচে স্কোয়াডে থাকলেও শুরুর একাদশে সুযোগ পেয়েছেন মাত্র ১৬ বার।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে