থানায় বোমা বিস্ফোরণ : ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র 

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২; সময়: ১০:৫৭ পূর্বাহ্ণ |
থানায় বোমা বিস্ফোরণ : ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র 

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীর পল্লবী থানায় বোমা বিস্ফোরণে ঘটনায় দায়ের হওয়া মামলায় ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। সম্প্রতি আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের পুলিশ পরিদর্শক এসএম রাইসুল ইসলাম।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন আদালতের পল্লবী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক নৃপেন কুমার বিশ্বাস।

তিনি বলেন, ‘পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনার মামলায় কাউন্সিলর বাপ্পি চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এ মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।’

অভিযোগপত্রে উল্লেখিত আসামিরা হলেন-ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৬ নং ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি চৌধুরী, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, মোশাররফ হোসেন, জনি মিয়া, ইমামুল হোসেন ওরফে এনামুল, জামাল শিকদার ওরফে রবিন খান, হিরন ওসমান, ইয়াছিন খান, হানিফ, মজিবুর রহমান ওরফে জামিল ও নুরুল আমিন শেখ।

এদের মধ্যে আসামি মজিবুর রহমান, নুরুল আমিন ও কাউন্সিলর বাপ্পি চৌধুরী পলাতক রয়েছেন। এছাড়া গ্রেপ্তার ও নাম ঠিকানা না পাওয়ায় আসামি মো. আলমগীর, আন্নু মোল্লা ও পিচ্চি বাবুকে মামলার দায় থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

২০২০ সালের ২৮ জুলাই গভীর রাতে কালশী কবরস্থানে অভিযান চালিয়ে আসামি রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ও মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, চারটি গুলি ও ওজন মাপার একটি যন্ত্র জব্দ করা হয়। তাদের কাছে ওজন মাপার যন্ত্র থাকা নিয়ে সন্দেহ হওয়ায় পুলিশের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়।

কিছুক্ষণের মধ্যে ইউনিটের সদস্যরা থানার পরিদর্শক ইমরানুলের কক্ষে গিয়ে সেটি পরীক্ষা করেন। কিন্তু কিছু বুঝতে পারছিলেন না। সেজন্য ইউনিটের অন্য সদস্যদের খবর দেওয়া হয়। তারা পৌঁছানের আগেই থানার ভেতর বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ২০২০ সালের ২৯ জুলাই পল্লবী থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে