কচুয়ায় ১৯ বছর পর জমি ফিরে পেলো ফাতেমার পরিবার

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২; সময়: ৬:২৪ অপরাহ্ণ |
কচুয়ায় ১৯ বছর পর জমি ফিরে পেলো ফাতেমার পরিবার

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় বিজ্ঞ আদালতের রায়ে প্রায় ১৯ বছর ১০ একর ৪৩ শতাংশ সম্পত্তি ফিরে পেলো ভূক্তভোগী ফাতেমা বেগমের পরিবার।

সোমবার চাঁদপুরের বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালত অরুন পালের নিদের্শনা উপজেলার সহদেবপুর গ্রামের মাষ্টার বাড়িতে অবৈধ দখলীয় সম্পত্তি উচ্ছেদ করে ভূমির মালিককে বুঝিয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, কচুয়া সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ হোসেন।

বাদীপক্ষ মেহেদী হাসান ইমন জানান, চাঁদপুরের বিজ্ঞ আদালতে ২০০৪ সালে একটি মামলা দায়ের করা হয়।

এ মামলা দীর্ঘ শুনানি পর্যালোচনা শেষে প্রায় ১৯ বছর পর বিজ্ঞ আদালত আমাদের পক্ষে রায় ঘোষণা করেন।

এ রায়ে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি। পাশাপশি স্থায়ী ভাবে ভোগ দখলে যাতে যেতে পারি প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি।

বিবাদীপক্ষ হুমায়ুন কবির জানান, কোনো লিগ্যাল নোটিশ ছাড়াই আমাদের বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে।

তিনি আরও জানান, উচ্ছেদের পর আমাদের জায়গা পরিমান করে বুঝে না পেলে পরবর্তীতে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

জেলা জজ আদালতের নায়েব নাজির গাফফার খান নাদিম বলেন, ২০০৪ মোকদ্দমায় রায়ের অনুকূলে দেওয়ানি ডিক্রিধারী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পুলিশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে