মান্দায় পাউবোর সম্পত্তিতে স্থাপনা নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২; সময়: ৫:১৩ অপরাহ্ণ |
মান্দায় পাউবোর সম্পত্তিতে স্থাপনা নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা সম্পত্তিতে অবৈধভাবে পাকা স্থাপনার নির্মাণ কাজ বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে জোতবাজার উপস্বাস্থ্য কেন্দ্রের সামনের রাস্তায় এ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জোতবাজার বণিক সমবায় সমিতির সভাপতি ফজলুল বারী সাফী, শিক্ষক জানমোহাম্মদ, সাবেক ইউপি সদস্য সেলিনা বেগম, ব্যবসায়ী আহসান হাবীব বকুল, সাদেকুল ইসলাম ও অরুণ চন্দ্র দাস।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, জোতবাজার চৌরাস্তার মোড়ের অদুরে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা সম্পত্তি ভরাট করে কয়েক ব্যক্তি পাকা স্থাপনা নির্মাণ করছেন।

পানি নিষ্কাশনের জায়গা ভরাট করায় বর্ষা মৌসুমে বাজার এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বাজারের শতাধিক পরিবার।

জোতবাজার বণিক সমবায় সমিতির সভাপতি ফজলুল বারী সাফী বলেন, পাউবোর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধের দাবি জানিয়ে নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে।

কিন্তু এক মাস পেরিয়ে গেলেও অবৈধ নির্মাণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ফজলুল বারী সাফী অভিযোগ করে বলেন, অভিযোগের পর পানি উন্নয়ন বোর্ডের লোকজন শুধুমাত্র নোটিশ দিয়েই দায় এড়িয়ে যান।

নোটিশ জারীর পর কয়েকদিন বন্ধ ছিল নির্মাণ কাজ। গত শুক্রবার থেকে আবারও পুরোদমে কাজ শুরু করেন দখলবাজরা।

এ বিষয়ে জানতে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খানের সঙ্গে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না হওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে