বিজয় দিবসে বাংলাদেশ-গ্রিসের পতাকার রঙে আলোকসজ্জা

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২; সময়: ৩:৩১ অপরাহ্ণ |
বিজয় দিবসে বাংলাদেশ-গ্রিসের পতাকার রঙে আলোকসজ্জা

পদ্মাটাইমস ডেস্ক : আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবসে বাংলাদেশ ও গ্রিসের জাতীয় পতাকার রঙে ঐতিহাসিক ওমোনোইয়া স্কোয়ারকে আলোকসজ্জা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) রাতে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ তার ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও গ্রিসের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর বছরব্যাপী উদযাপন সমাপ্তি স্মরণ করতে বাংলাদেশের বিজয় দিবসে দুই দেশের পতাকার রঙ দিয়ে গ্রিসের প্রধান ট্রাফিক হাব ঐতিহাসিক ওমোনোইয়া স্কোয়ারকে আলোকিত করার সিদ্ধান্ত হয়েছে।

আসুদ আহমেদ বলেন, সম্প্রতি এথেন্সের টাউন হলে সেখানকার মেয়রের কূটনৈতিক উপদেষ্টা তাসোস ক্রিকোকিসের সঙ্গে সাক্ষাৎ করেছি। তার সঙ্গে সাক্ষাতের পর গ্রিসের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত জানানো হয়েছে।

এটি সত্যিই অত্যন্ত তৃপ্তির বিষয় যে গ্রিসে থাকা আমাদের ৩০ হাজার প্রবাসী বাংলাদেশি এখানে থেকেই নিজের দেশের বিজয় দিবস অনুভব করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, গ্রিস ১৯৭২ সালের ১১ মার্চ বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি দেয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে