সুইজারল্যান্ডের মুখোমুখি ব্রাজিল, জিতলেই শেষ ষোলোতে

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২; সময়: ১১:৪৯ পূর্বাহ্ণ |
সুইজারল্যান্ডের মুখোমুখি ব্রাজিল, জিতলেই শেষ ষোলোতে

পদ্মাটাইমস ডেস্ক : নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার দলের সেরা তারকা নেইমারকে ছাড়াই সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। যারাই জিতবে তারাই যাবে পরের রাউন্ডে এমন সমীকরণের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

আর রাত ১টায় রোনালদোর পর্তুগালের প্রতিপক্ষ উরুগুয়ে। সন্ধ্যা ৭টায় লড়বে দক্ষিণ কোরিয়া ও ঘানা। আর দিনের প্রথম ম্যাচে বিকাল ৪টায় ক্যামেরুনের প্রতিপক্ষ সার্বিয়া।

বিশ্বকাপে টানা দ্বিতীয়বার একই গ্রুপে ব্রাজিল ও সুইজারল্যান্ড। বিশ্বকাপে এ নিয়ে টানা তৃতীয়বার মুখোমুখি হচ্ছে দল দুটি। রাশিয়া আসরে ম্যাচের ফল ড্র। বিশ্ব মঞ্চে প্রথম দেখায়ও আসেনি ফল।

দুই দলই এবার বিশ্বকাপ শুরু করেছে জয় দিয়ে। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে ব্রাজিল। আর ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়েছে সুইসরা।

এ ম্যাচে দলের সেরা তারকা নেইমারকে পাচ্ছে না ব্রাজিল। তবে রিচার্লিসন, ভিনিসুয়াদের ওপর ভরসা রেখেই জয় তুলে নিতে চায় কোচ তিতে। সুইসরাও সতর্ক থেকেই এগোতে চায়। এ ম্যাচের জয়ী দল পেয়ে যাবে শেষ ষোলোর টিকিট।

বিশ্ব মঞ্চে টানা দ্বিতীয় বারের মতো মুখোমুখিতে লুসাইল স্টেডিয়ামে লড়াই হবে পর্তুগাল ও উরুগুয়ের। গত বিশ্বকাপেই দেখা হয়েছিল দুই দলের। রাশিয়া বিশ্বকাপে পর্তুগালকে হারিয়ে জয়োল্লাস করেছিল উরুগুয়ে। এবার শোধ নেয়ার পালা পর্তুগিজদের। এ আসরের প্রথম ম্যাচে পর্তুগাল জয় দিয়ে শুরু করলেও ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে উরুগুয়ে।

বিশ্বকাপে এশিয়ার সবচে সফল দল দক্ষিণ কোরিয়া খেলছে ১১ বার। নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে ড্র করা দলটির প্রতিপক্ষ এবার ঘানা। আফ্রিকার দলটি আসর শুরু করেছে পর্তুগালের বিপক্ষে হার দিয়ে।

দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে হার দিয়ে বিশ্বকাপ শুরু করা ক্যামেরুন ও সার্বিয়া। সুইজারল্যান্ডের কাছে হেরেছে ক্যামেরুন। আর সার্বিয়া হেরেছে ব্রাজিলের বিপক্ষে। ম্যাচটি তাই দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে