সিরাজগঞ্জে নৌবন্দরে দ্বিতীয় দিনের মত পণ্য সরবরাহ বন্ধ

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২; সময়: ১১:২২ পূর্বাহ্ণ |
সিরাজগঞ্জে নৌবন্দরে দ্বিতীয় দিনের মত পণ্য সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : ন্যুনতম মজুরি ২০ হাজার টাকার নির্ধারণ, নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক প্রদান, খাদ্য ভাতা ও সমুদ্র ভাতার সামাজিক নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, নাবিক কল্যাণ তহবিল গঠন সহ ১০ দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে অনির্দিষ্ট কালের ধর্মঘটের সোমবার দ্বিতীয় দিনের মত সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরে জাহাজ থেকে সরবরাহ বন্ধ রয়েছে। এ ধর্মঘটের ফলে এ দিন সকাল থেকে পন্যবাহী জাহাজ থেকে কোন মালামাল উঠা-নামা করেনি।

বাঘাবাড়ি নৌ-বন্দর কর্তৃপক্ষ ও আন্দোলনকারীরা জানান, নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘটের জন্য কোন মালবাহী জাহাজ আসা-যাওয়া করেনি। বর্তমানে সার, ক্লিংকার, জ্বালানী তেল ও অন্যান্য মালামাল বাহী প্রায় ৭২টি জাহাজ বাঘাবাড়ি বন্দরে অবস্থান করলেও মাল আনলোড বন্দ রয়েছে। একই কারনে পদ্মা, মেঘনা, যমুনা অয়েল কোম্পানীর জ্বালানী তেল বাহী জাহাজ থেকেও তেল আনলোড বন্ধ রয়েছে। তবে বাঘাবাড়ি ওয়েল ডিপু থেকে মজুদ কৃত প্রায় কোটি লিটার ডিজেল ও ২০ লাখ পেট্রোলের মধ্যে উত্তরবঙ্গের ১৬ জেলা সহ জামালপুর টাঙ্গাইলে জেলায় গত কালেন মত জ্বালানী তেল সরবরাহ শুরু হয়েছে।

এদিকে ধর্মঘটের কারনে সার, ক্লিংকার ও কয়লাবাহী জাহাজ বন্দরে থাকালেও নৌযান শ্রমিকেরা মাল জাহাজ হতে নামাতে না দেয়ায় বন্দরের প্রায় ৭ শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে। এছাড়া উত্তরবঙ্গের ১৬ জেলায় এসব পন্য সরবরাহ না হওয়ায় কৃত্তিম সংকট দেখা দেবার আশংকা করছে ব্যবসায়ীরা।

এ বিষয়ে আন্দোলনকারী সংগঠনের সদস্য ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল ওয়াহাব আলী মাস্টার জানিয়েছেন, আমাদের যৌক্তিক দাবী সরকারকে অবশ্যই মানতে হবে। শ্রমিকদের দাবী মেনে না নেয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত রাখবো আমরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে