কাতারে বিশ্বকাপ খেলা দেখার সুযোগ পেলো নাটোরের দুই ব্যাবসায়ী

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২; সময়: ৮:২৮ অপরাহ্ণ |
কাতারে বিশ্বকাপ খেলা দেখার সুযোগ পেলো নাটোরের দুই ব্যাবসায়ী

এসএম ইসাহক আলী রাজু, গুরুদাসপুর : নাটোরের দুজন সুনামধন্য ব্যাবসায়ী কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যাচ্ছেন। তারা হলেন, গুরুদাসপুরের বাচ্চু হার্ডওয়ারের স্বত্বাধিকারী মোঃ নুরুল কাওসার ও লালপুর উপজেলার সুমি হার্ডওয়ার এন্ড গ্লাস হাউজ এর মালিক শাখাওয়াত হোসেন শুকুর।

তাদের ওই বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সুযোগ করে দিয়েছেন কানসাই নের্ল্যোাক পেইন্ট কর্তৃপক্ষ। তারা দুজনেই ওই কোম্পানীর ডিলার। তারা কাতার বিশ্বকাপে ৭দিন ৫ রাত থাকা খাওয়া,ভ্রমন ও খেলা দেখার সুযোগ পাবেন বলে জানাগেছে।

খেলা দেখা এবং ভ্রমনের সুযোগ পেয়ে তারা খুবই উৎফুল্ল। এ বিষয়ে তারা অনুভুতি প্রকাশ করে জানান, তারা মুলত হার্ডওয়ার ও রং ব্যবসায়ী। কানসাই নেরোল্যাক পেইন্টস্ (বাংলাদেশ) লিমিটেড এর পক্ষ থেকে তারা কাতার সফরে যাচ্ছেন এবং সেখানে গিয়ে কোম্পানির পক্ষ থেকে বিশ্বকাপ ফুটবলের একটি খেলা দেখার সুযোগ পাবেন।

গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারে বাচ্চু হার্ডওয়ারের স্বত্বাধিকারী মোঃ নুরুল কাওসার বলেন, নাটোর জেলার মাত্র দুই জন এ সুযোগ পেয়েছেন তার মধ্যে তিনি একজন। কোন দলকে পছন্দ করেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আসলে আমি মুসলিম দেশের ফুটবল খেলাকে পছন্দ করি’। ধন্যবাদ জানাই কানসাই নেরোল্যাক পেইন্টস্ (বাংলাদেশ) লিমিটেডকে এ সুযোগটি করে দেবার জন্য।

আজ রোববার ২৭ নভেম্বর বিকেলে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তারা। সোমবার আনুষঙ্গিক কাজ সেরে মঙ্গলবার বিমান যোগে কাতারের উদ্দেশ্যে রওনা দিবেন। তারা নাটোরসহ দেশবাসির কাছে দোয়া চেয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে